• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ট্রাম্পের বড় ছেলে করোনাভাইরাসে আক্রান্ত


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২১, ২০২০, ১২:১১ পিএম
ট্রাম্পের বড় ছেলে করোনাভাইরাসে আক্রান্ত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়ে শুক্রবার কোয়ারেন্টাইনে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র জানান, জুনিয়র ট্রাম্পের (৪২) মাঝে সংক্রমণের কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি কোভিড-১৯ সংক্রান্ত সব চিকিৎসা নীতিমালা মেনে চলছেন।

প্রেসিডেন্ট পরিবারের সর্বশেষ সদস্য হিসেবে জুনিয়র ট্রাম্পের কোভিড ধরা পড়ল। এ ভাইরাস ইতোমধ্যে আড়াই লাখের অধিক আমেরিকানের জীবন কেড়ে নিয়েছে এবং সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের প্রচারণার সময় ভাইরাস রোধে প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া পদক্ষেপ ছিল অন্যতম বিতর্কের বিষয়।

গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তাদের ছেলে ব্যারন সবাই করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠেন। প্রেসিডেন্টকে তিন দিন সামরিক হাসপাতালে থাকতে হয়েছে। সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষায় থাকা ওষুধ প্রয়োগ করা হয়। তবে ফার্স্ট লেডি তার অসুখ নিয়ে হোয়াইট হাউজেই ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি গোইলফয়লের গত জুলাইতে করোনাভাইরাস ধরা পড়েছিল।সূত্র-ইউএনবি

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!