• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

হুবহু নিজের চেহারার মাস্ক (ভিডিও)


নিউজ ডেস্ক ডিসেম্বর ৩, ২০২০, ০৫:১৫ পিএম
হুবহু নিজের চেহারার মাস্ক (ভিডিও)

ঢাকা: করোনা থেকে বাঁচতে শুরু থেকেই মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে। তবে এই মাস্ক পরার অনেক ঝামেলাও পোহাতে হয় আমাদের। এর সবচেয়ে বড় যে সমস্যা- মাস্ক পরলে চেহারা দেখা যায় না। এবার সেই সমস্যার শৈল্পিক সমাধান নিয়ে এলেন ব্রাজিলের এক শিল্পী জর্গ ররিজ। খবর নিউইয়র্ক পোস্ট'র।

ব্রাজিলের রিও কার্নিভালের নানা রকমের মুখোশ এবং শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও তার এই প্রতিভাকে এবার মাস্কের ওপরে তুলে ধরলেন ররিজ। মাস্কের উপর ব্যক্তির নাক থেকে চিবুক পর্যন্ত হুবুহু মুখায়বয়ব আঁকেন তিনি। আর তারপর মাস্কটা পরলে মনেই হয় না যে সেটা তার সত্যিকারের মুখ নয়! 

এই বিশেষ মাস্ক পেতে ররিজকে শুধু দিতে হবে এক কপি ছবি। সামনে থাকা মূর্তির ওপরে মাস্ক বসিয়ে এক্কেবারে নাকের পর থেকে যেমনটা আপনার মুখ তেমনটাই নিমেষেই এঁকে ফেলবেন এই শিল্পী। এক্কেবারে রিয়ালিস্টিক পেইন্টিং হওয়ার কারণে এই মাস্ক পড়ার পরে কারুর বোঝার উপায় নেই আপনার মুখে মাস্ক আছে কি নেই। মনে হবে বিনা মাস্কেই ঘুরে বেড়াচ্ছেন আপনি। 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!