• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হলেন ভারতের মন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৫, ২০২০, ০২:৫০ পিএম
ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হলেন ভারতের মন্ত্রী

ঢাকা: ভ্যাকসিনের ট্রায়াল ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন ভাতের হারিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

দুই সপ্তাহ আগে করোনাভাইরাসের ট্রায়াল ডোজ নিয়েছিলেন তিনি। এরপর শনিবার (৫ ডিসেম্বর) করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি অনিল ভিজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। 

এক টুইটবার্তায় তিনি লিখেছেন, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আম্বলা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। এই কদিনের মধ্যে যারা আমার কাছাকাছি এসেছেন, তারা কোভিড টেস্ট করিয়ে নিন।
 
গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়াল ডোজ নিয়েছিলেন অনিল ভিজ। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। শনিবার করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই ৬৭ বছর বয়সী অনিল ভিজের চিকিৎ‌সা শুরু হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!