• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফাইজারের করোনা টিকা নিচ্ছেন রানি এলিজাবেথ


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৬, ২০২০, ০৩:১০ পিএম
ফাইজারের করোনা টিকা নিচ্ছেন রানি এলিজাবেথ

ঢাকা: যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া ফাইজারের করোনা টিকা নিতে যাচ্ছেন দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এ টিকা নেবেন। তার স্বামী ৯৯ বছরের প্রিন্স ফিলিপ-ও এ টিকা নেবেন।সংবাদ- ডেইলি মেইল।

রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, টিকার প্রতি লোকজনকে উৎসাহিত করতে দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রকাশ্যে টিকা নেওয়ার অঙ্গীকার করেছেন।

বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ টিকার অগ্রাধিকার নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সেখানকার কর্মী এবং ৮০ বছরের বেশি বয়সী লোকজন অন্যদের আগে টিকা পাবেন।  সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদেরও রাখা হয়েছে এ তালিকায়।

আগামী মঙ্গলবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। তার আগেই দেশটির হাতে আট কোটি ডোজ ভ্যাকসিন থাকবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!