• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
মৃত্যু ১৫ লাখ ৩৫ হাজারের বেশি

বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৭০ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৭, ২০২০, ০২:১৭ পিএম
বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৭০ লাখ ছাড়াল

ফাইল ছবি

ঢাকা: সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৩৫ হাজার ১০৭ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৭৯৫ জন। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ ০৯ হাজার ৯৬২ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৮২ হাজার ২৩৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ৯৬ লাখ ৪৪ হাজার ২২২ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ১৮২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪১ জনের।

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদেপ্তরের তথ্য অনুসারে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রবিবার পর্যন্ত দেশে ৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে পৌঁছেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য-ইউএনবি

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!