• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

করোনার টিকা রপ্তানিতে নিধেধাজ্ঞা জারি করল ভারত


আর্ন্তজাতিক ডেস্ক জানুয়ারি ৪, ২০২১, ১০:৫৯ এএম
করোনার টিকা রপ্তানিতে নিধেধাজ্ঞা জারি করল ভারত

ফাইল ফটো

ঢাকা: পরবর্তী কয়েকমাসের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ভারত।

সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টেলিফোনে এপিকে দেওয়া এক সাক্ষাতকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনাওয়ালা জানান, রোববার ভারতের নিয়ন্ত্রণ সংস্থা তাদের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে ভারতের ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানি করা যাবে না।

টিকা সংরক্ষণ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়ে পুনাওয়ালা বলেন, ‘আমরা এই মুহূর্তে শুধু ভারত সরকারকেই টিকা সরবরাহ করতে পারবো।’

ধনী দেশগুলো এ বছরেই করোনার টিকা উৎপাদন ও সংরক্ষণ করতে যাচ্ছে। এক্ষেত্রে টিকা উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট উন্নয়নশীল দেশগুলোর জন্যেও এ টিকা তৈরি করবে। টিকা রপ্তানিতে ভারতের এ নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছাতে সম্ভবত কয়েক মাস অপেক্ষা করতে হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!