• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
আক্রান্ত ৮ কোটি ৫৫ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল


আর্ন্তজাতিক ডেস্ক জানুয়ারি ৪, ২০২১, ১২:১৭ পিএম
বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল

ফাইল ফটো

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস তথ্য অনুযায়ী সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ২ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ লাখ ৫০ হাজার ৬০৭ জন।

করোনায় সর্বোচ্চ মৃতের দেশ যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮। এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।

এরপরই অবস্থান করেছে প্রতিবেশী দেশ ভারত। এ দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১। মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।
 
এদিকে ২৭তম দেশ হিসেবে আছে বাংলাদেশ। দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৬২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে মাসে চীনে সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এরপর এই প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত বছরের (৮ মার্চ) বাংলাদেশে এই মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!