• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
আক্রান্ত ৮ কোটি ৬০ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছুঁইছুঁই


আর্ন্তজাতিক ডেস্ক জানুয়ারি ১৯, ২০২১, ১০:৫২ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছুঁইছুঁই

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত মৃত্যু প্রায় সাড়ে ২০ লাখে পৌঁছেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৮ হাজার ৭৮৮ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজার ৩১১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৩২৮ জন।

বিশ্ব করোনা

সোমবার (১৮ জানুয়ারি) একদিনে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯২২ জনে। এছাড়া এ সময়ে আরও ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন।

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৭৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!