• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরে দাঁড়াল ট্রাম্পের আইনজীবী প্যানেল


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩১, ২০২১, ০২:৩৭ পিএম
সরে দাঁড়াল ট্রাম্পের আইনজীবী প্যানেল

ঢাকা : যুক্তরাষ্ট্রের সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে তার পুরো আইনজীবী প্যানেল সরে দাঁড়িয়েছে।

আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে ৫ সদস্য বিশিষ্ট এই প্যানেল সরে দাঁড়িয়েছে। এই প্যানেল সংবিধানের আলোকে অভিশংসন ঠেকাতে ট্রাম্পের হয়ে লড়ার পরিকল্পনা করেছিল। খবর এবিসি নিউজের।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প যখন দ্বিতীয় অভিশংসন বিচারে তার হয়ে লড়তে ইচ্ছুক আইনজীবী খুঁজতে ব্যস্ত তখন এই ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আগামী সপ্তাহে আইনি শুনানি ও কয়েকদিনের মধ্যে বিচার শুরু হওয়ার আগে, নির্বাচন জালিয়াতির অভিযোগে অনড় থাকা ট্রাম্প হঠাৎ করে নিজেকে আইনি প্রতিনিধিত্বহীন অবস্থায় দেখতে পাচ্ছেন।

নেতৃত্বে থাকা আইনজীবীদের মধ্যে যে দুই জন থাকবেন বলে ধারণা করা হচ্ছিল, সেই বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ারও আর দলে নেই। এই পরিবর্তন সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, সমঝোতার মাধ্যমেই এই দু’জন ট্রাম্পের আইনি দল ত্যাগ করেছেন।

সম্প্রতি এই দলে যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও চলে গেছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে। সাউথ ক্যারোলাইনার আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও এই বিচারে ট্রাম্পের হয়ে আর লড়াইয়ে নামছেন না বলে জানা গেছে।

ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর একজন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার বৈধতা নিয়ে বিতর্ক নামতে চেয়েছিলেন ওই আইনজীবীরা। কিন্তু ট্রাম্প চেয়েছিলেন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে আর এ কারণে তাকে ক্ষমতা হারাতে হয়েছে এই বিষয়টিই প্রতিষ্ঠার চেষ্টা করুক তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!