• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ইমরান খানের আরোগ্য কামনা মোদির


আর্ন্তজাতিক ডেস্ক মার্চ ২১, ২০২১, ১২:২৫ পিএম
ইমরান খানের আরোগ্য কামনা মোদির

ফাইল ফটো

ঢাকা: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত এক টুইটবার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।’

এর আগে শনিবাবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা শনাক্তের বিষয়টি তার স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় নিশ্চিত করেছিলেন।

এদিকে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন। ভ্যাকসিন নেয়ার দু’দিন পর তার করোনা শনাক্ত হয়েছে।

সম্প্রতি বিভিন্ন বৈঠকে প্রায় নিয়মিতই উপস্থিত ছিলেন ৬৭ বছর বয়সী ইমরান খান। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল জানান, ইমরানের মৃদু উপসর্গ আছে।

দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন, টিকা নেয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান খান।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!