• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে ভ্যাকসিন দেবে ভারত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২০, ২০২১, ১২:১৩ পিএম
১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে ভ্যাকসিন দেবে ভারত

ফাইল ছবি

ঢাকা: ১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে আগামী ১ মে থেকে করোনা ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিয়েছে ভারত সরকার।

দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এক বৈঠকে সোমবার (১৯ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে ভারতে ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘সর্বোচ্চ সংখ্যক ভারতীয় নাগরিকের টিকা নিশ্চিত করতে তার সরকার এক বছরেরও বেশি সময় ধরে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ভারতে রেকর্ড গতিতে মানুষকে টিকা দেওয়া হচ্ছে এবং এ গতি আরও বাড়ানো হবে।’

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বয়স্করা ছাড়া অন্যান্য বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে ভারত ভ্যাকসিনের সহজলভ্যতা এবং শারীরিকভাবে অসুস্থদের অগ্রাধিকারের বিষয়টি মাথায় রেখে টিকাদান কৌশল অনুসরণ করছে।

মন্ত্রণালয় আরও জানায়, ভারতে এ বছর ১৬ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয় এবং ৪ মার্চ থেকে ৪৫ বছরের বেশি বয়সীদের এ কর্মসূচির আওতায় আনার পর টিকাদান আরও গতিপ্রাপ্ত হয়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!