• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পুতিনের সাথে বৈঠকের আশা বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক মে ৫, ২০২১, ০২:৫৯ পিএম
পুতিনের সাথে বৈঠকের আশা বাইডেনের

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন জুনে ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হবে।

বাইডেন মঙ্গলবার (৪ মে) বলেন, ‘এটি তার আশা ও প্রত্যাশা’।

বাইডেন এপ্রিলে ইউক্রেনসহ ক্রেমলিনের সমালোচনাকারী কারাবন্দদী অ্যালেক্সি নাভালনি বিষয়ে আলোচনার জন্য তৃতীয় কোন দেশে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব করেছিলেন।
বৈঠকের বিষয় চূড়ান্ত না হলেও পুতিনের উপদেষ্টা ইউরি উষাকভ বলেছেন, বৈঠকের পরিকল্পনা চলছে।

জুনের মাঝামাঝিতে ব্রিটেনে জি ৭ গ্রুপের সম্মেলনে বাইডেনের যোগ দেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এপ্রিলে ওয়াশিংটন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও যুক্তরাষ্ট্রের কম্পিউটার পদ্ধতির ওপর বড় ধরণের সাইবার হামলার অভিযোগ এনে ১০ রুশ কূটনীতিককে বহিস্কার করে। মস্কো এর পাল্টা পদক্ষেপ নেয় এবং দুদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়।

তবে বাইডেন প্রশাসন বলেছে, তারা দুদেশের সম্পর্ক স্থিতিশীল করতে চায় যাতে পরমাণু ইস্যু, জলবায়ু সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটন ও মস্কো সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!