• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে বাইডেনের আহ্বান


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০২১, ০২:১৯ পিএম
বিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে বাইডেনের আহ্বান

ঢাকা : টানা ১১ দিনের যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একইসঙ্গে সেখানে আরও বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন এই দুই নেতা।

তবে এই সাহায্য কোনো রাজনৈতিক দলের কাছে না গিয়ে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে সতর্ক করেছেন তারা। এর আগে গাজা ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাইডেন প্রশাসনকে।

সোমবার (২৪ মে) টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেন তিনি। এসময় ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য মিসরকে আবারো ধন্যবাদ জানান বাইডেন।

বৃহস্পতিবার (২০ মে) যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মিসরের রাষ্ট্রপতি সিসিকে তাৎক্ষণিক ধন্যবাদ জানিয়েছিলেন বাইডেন।

আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে হামলা চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!