• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক মে ২৭, ২০২১, ০৮:৫২ এএম
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় এ ঘটনা ঘটে। অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছে বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা ক্যালিফোর্নিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনের ইয়ার্ডে আট জনকে গুরি করে হত্যা করে। নিহতদের মধ্যে ট্রানজিট কর্মচারিরাও রয়েছেন।

ক্যালিফোর্নিয়ার স্যান হোসের মেয়র স্যাম লাইকার্ডো সাংবাদিকদের বলেন, এটি আমাদের শহরের জন্য এক ভয়াবহ দিন। আমাদের শহরে আর কখনও যাতে এমন কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করার চেষ্টা করব। 

রেলওয়ের প্রেসিডেন্ট গ্লেন হেন্ড্রিক্স সাংবাদিকদের বলেছেন, হামলাটি ইয়ার্ডে হয়েছে, অপারেশনস কন্ট্রোল সেন্টারে হয়নি। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন বলেছেন, এই হত্যা কাণ্ডের ঘটনার তদন্ত করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি এবং এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!