• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

জর্জ ফ্লয়েড হত্যা: সেই পুলিশের সাড়ে ২২ বছরের জেল


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৬, ২০২১, ০৯:৫৬ এএম
জর্জ ফ্লয়েড হত্যা: সেই পুলিশের সাড়ে ২২ বছরের জেল

ছবি: ইন্টারনেট

ঢাকা : শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে শুক্রবার (২৫ জুন) এ রায় ঘোষণা ঘোষণা করা হয়।

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ এপ্রিল ১২ সদস্যের জুরি বোর্ড মি. চৌভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এরপর শুক্রবার (২৫ জুন) সেই সাজা ঘোষণা করে আদালত। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন ফ্লয়েডের পরিবার এবং সমর্থকরা।

গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপলিসের রাস্তায় জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার জর্জ ফ্লয়েডের ঘাড়ে চৌভিন (৪৫) হাঁটু গেড়ে বসলে এতে মৃত্যু হয় ফ্লয়েডের। এ ঘটনার মাত্র ৯ মিনিটের একটি ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এমনকি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয় গোটা বিশ্বে। ফ্লয়েডের মৃত্যুর পর তার পরিবার মাসখানেক পর শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!