• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিশ্বকে ২০০ কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৭, ২০২১, ০২:৩৩ পিএম
বিশ্বকে ২০০ কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট

ঢাকা : ২০২১ সালের মধ্যে বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলায় ২০০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে বলে জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে এক লিখিত বিবৃতির মাধ্যমে চীনা প্রেসিডেন্ট এই কথা জানান। গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০কোটি ডলার অনুদান দেবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহষ্পতিবার ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, করোনাভাইরাস মোকাবেলার জন্য চীন এ পর্যন্ত ৭৭ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছে।

সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে।  প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে জানুয়ারি  চীনের হুবেই প্রদেশের উহান শহর প্রথম লকডাউন করা হয়। ধারণা করা হয় এই শহর থেকেই প্রথম করোনাভাইরাস মহামারির রূপ নেয়। আর এখন সেই চিীন কোভিড ভ্যাকসিন উৎপাদনে অগ্রনী ভূমিকা পালন করছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!