• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নাগরিকদের জীবন, কোন সম্পত্তি-ইজ্জতের ক্ষতি হবে না


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৫, ২০২১, ০৪:৩৩ পিএম
নাগরিকদের জীবন, কোন সম্পত্তি-ইজ্জতের ক্ষতি হবে না

ছবি: ইন্টারনেট

ঢাকা : আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করতে থাকার প্রেক্ষাপটে তালেবান বাহিনী সুস্পষ্টভাবে জানিয়েছে যে নাগরিকদের জীবন, সম্পত্তি ও ইজ্জতের কোনো ক্ষতি করা হবে না। আর তারা জোরালভাবে জানিয়েছে, কাবুল তারা শক্তি প্রয়োগ করে দখল করবে না। খবর : আল জাজিরা ও এবিসি নিউজ

রোববার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এই দাবি করেছে তালেবান।

বিবৃতিতে আরো বলা হয়, জীনব, সম্পত্তি ইজ্জত রক্ষা এবং কাবুলিদের জীবনের সাথে কোনো ধরনের আপস ছাড়াই যাতে পরিবর্তন নিশ্চিত ও নিরাপদ হয়, সেজন্য আলোচনা চলছে।

এদিকে তালেবানের এক মুখপাত্র বলেন, ইসলামি আমিরাত তার সকল বাহিনীকে কাবুলের ফটকগুলোতে অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছে, তবে নগরীতে প্রবেশ না করতে বলেছে।
তবে কোনো কোনো অধিবাসী বলেন, তালেবান যোদ্ধারা কোনো কোনো এলাকায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করছে।

তালেবান বাহিনী সকল দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলে কাবুল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন যে রাজধানীর কালাকান, কারাবাগ ও পাগমান এলাকায় ইতোমধ্যেই তালেবান প্রবেশ করেছে।

প্রেসিডেন্ট আশরাফ গনির চিফ অব স্টাফ তার টুইটারে কাবুলের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চিন্তা করবেন না। কোনো সমস্যা নেই। কাবুলের পরিস্থিতি শান্ত রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!