• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হিজাব পরে বাইরে যেতে পারবেন আফগান নারীরা


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৫, ২০২১, ০৬:৪২ পিএম
হিজাব পরে বাইরে যেতে পারবেন আফগান নারীরা

ছবি: ইন্টারনেট

ঢাকা : তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে একইসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নারীদের বিষয়ে রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে তালেবান, এমনটাও জানান তিনি। আল-অ্যারাবিয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে কিন্তু সচেতনভাবে সংবাদ পরিবেশন করতে হবে এবং শাস্তিযোগ্য অপরাধের বিচার আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আমি কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করছি যে, তাদের সম্পত্তি, বাড়িঘর এমনকি জীবন নিরাপদ থাকবে।

এদিকে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা পরিবর্তনের পক্ষে তালেবানও। তালেবানের অস্থায়ী সরকারের কাছে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাক্বল।

বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, রেকর্ড করা এক বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান জনগণের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই… শহরে কোনও হামলা হবে না। অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

এদিকে, তালেবান নেতারা বলেছেন, তারা সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা নিতে নারাজ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকের বসার কথা জানিয়েছে রাশিয়া। খবর সূত্র: আল জাজিরা, বিবিসি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!