• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আফগানরা কখনই ‘কাপুরুষ’ গানিকে ক্ষমা করবে না


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০২১, ১২:২৫ পিএম
আফগানরা কখনই ‘কাপুরুষ’ গানিকে ক্ষমা করবে না

ছবি: ইন্টারনেট

ঢাকা : অবশেষে দীর্ঘ ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান, কাবুলে ফিরে আফগান যুদ্ধ শেষ, এমন ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। 

সোমবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

তিনি বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। খবর রয়টার্সের।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আমরা যা চেয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছেছি, দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তি। তিনি আরও বলেন, তালেবান মনে করে না বিদেশি কোন বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।

কাবুল এয়াপোর্টে যখন হাজার হাজার মানুষ দিশেহারা হয়ে ঘুরছে তখন তাদের কথা না ভেবেই দেশ ছাড়েন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। গানি বলেছেন, রক্তপাত এড়াতে তার হাতে আর কোনো বিকল্প ছিল না। রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, লাখো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।  ‘সংঘাত এড়ানোর জন্যই’ আমি কাবুল ছেড়েছি।

এদিকে প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ আফগানরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করছেন তার। কেউ কেউ তাকে কাপুরুষ বলেও মন্তব্য করছেন। অনেকেই অভিযোগ করেন, তার কারণেই এতো অল্প দিনেই কাবুল নিয়ন্ত্রণে নিল তালেবানরা।

কাবুলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টার টুইট করে বলেছেন, আফগানরা কখনই গানিকে ক্ষমা করবে না। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!