• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘সি গোল্ড’ডে রাতারাতি কোটিপতি ৮ জেলে


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২১, ০১:৫৬ পিএম
‘সি গোল্ড’ডে রাতারাতি কোটিপতি ৮ জেলে

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন কয়েকজন জেলে। বিভিন্ন মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। আর এই মাছই বদলে দিয়েছে তাদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে এক কোটি ৩৩ লাখ টাকায়।

আনন্দবাজার জানিয়েছে, ২৮ আগস্ট ভারতের মহারাষ্ট্রের পালঘরের আট জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের জালে ধরা পড়ে দুর্লভ এই মাছ। এর পর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয়। সেখানেই উত্তরপ্রদেশ ও বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এই মাছ।

ঘোল মাছ ‘সি গোল্ড’ নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছের প্রত্যেকটি অংশ ওষুধ ও প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই মাছ।

হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের কারণে অনেক কমেছে ঘোল মাছ।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!