• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কেরালার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৮, ২০২১, ১২:২৫ পিএম
কেরালার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

ঢাকা : ভারতের কেরালায় বন্যার ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ এ। এদের মধ্যে শিশু পাঁচজন। ভারি বৃষ্টিপাতের ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যটির কোয়াট্টাম ও ইড্ডুকি জেলায়।

সোমবার (১৮ অক্টোবর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগে রবিবার (১৭ অক্টোবর) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্ধারের প্রচেষ্টা জোরদার করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

তিনি বলেন, কোট্টায়ামসহ রাজ্যে ভারী বৃষ্টির কারণে বন্যাকবলিত এলাকায় আটকে থাকা মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত উপায় ব্যবহার করা হবে

রাজ্য সরকারের অনুরোধে সেনা, নৌ ও বিমান বাহিনী সিভিল প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ১১ টি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত আটজন নারী ও সাত শিশুসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!