• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৯, ২০২১, ০১:১৭ পিএম
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতের পদত্যাগ

ছবি : যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ

ঢাকা : আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ পদত্যাগ করেছেন। দেশটি থেকে সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পর থেকে চাপের মুখে ছিলেন তিনি। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে জানা গেছে, সম্ভবত শুক্রবার (১৫ অক্টোবর) পদত্যাগপত্র জমা দিয়েছেন জালমে খলিলজাদ।

খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং তালেবানের কাবুল নিয়ন্ত্রণের দুই মাসের মাথায় দায়িত্ব থেকে ইস্তফা দিলেন খলিলজাদ।

সোমবার (১৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, খলিলজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ডেপুটি টম ওয়েস্ট। তিনি এখন আফগানিস্তান ইস্যুতে দোহাভিত্তিক মার্কিন দূতাবাসের হয়ে কাজ করবেন।

জালমে খলিলজাদকে ধন্যবাদ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে আমেরিকার মানুষের সেবা করেছেন তিনি।

মার্কিন বিশেষ এই প্রতিনিধি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি করার প্রক্রিয়ায় যদিও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে সম্প্রতি তালেবানের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দোহা বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!