• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হোয়াইট হাউজে ফের করোনার হানা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১, ২০২১, ০৪:২৩ পিএম
হোয়াইট হাউজে ফের করোনার হানা

ঢাকা : ফের হোয়াইট হাউজে প্রাণঘাতী করোনাভাইরাসের হানা; এবার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।

রোববার (৩১ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে, সর্বশেষ মঙ্গলবার (২৬ অক্টোবর) তার সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়েছিল।

৪২ বছর বয়সী সাকি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ভ্যাকসিন নিয়েছেন এবং তার উপসর্গ মৃদু।

সর্বশেষ সাক্ষাতের সময় প্রেসিডেন্টের সঙ্গে ছয় ফুট দূরত্ব রেখে এবং মুখে মাস্ক পরে দপ্তরের বাইরে বসেছিলেন বলেও জানান তিনি।

এদিকে, শনিবার (৩০ অক্টোবর) জো বাইডেনের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে ওয়াকিবহাল একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

রয়টার্স জানাচ্ছে, বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউজ মুখপাত্রই প্রথম করোনা আক্রান্ত হলেন।

অন্যদিকে, ১০ দিনের কোয়ারেনটাইন শেষে র‌্যাপিড কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসা সাপেক্ষে জেন সাকি ফের কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

এমন এক সময় জেন সাকির করোনা আক্রান্ত হওয়ার খবর আসলো যখন যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিক করোনা ভ্যাকসিন নিতে অস্বীকার করায় মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হোয়াইট হাউজ।

তবে, কর্মীদের মধ্যে কত জন কোভিড-১৯ এ আক্রান্ত তা রয়টার্সকে জানাতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার গুরুত্বপূর্ণ সময়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের অনেক কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!