• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৭, ২০২১, ১১:১৭ এএম
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ‌্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন‌্য প্রাণে বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি। 

রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে এনডিটিভির খবরে বলা হয়। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন। 

প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, মোস্তফা আল-খাদিমির ব্যক্তিগত নিরাপত্তা দলের ছয় সদস্য বাসভনের বাইরে দায়িত্বপালন করছিলেন। ড্রোন হামলায় তারা সবাই আহত হয়েছেন। 

দুই সরকারি কর্মকর্তা বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। কাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে। 

গ্রিন জোনে বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তারা এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!