• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দেড় ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন কমলা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২০, ২০২১, ১১:০১ এএম
দেড় ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন কমলা

ছবি: ইন্টারনেট

ঢাকা : দেড় ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী হিসেবে প্রায় দেড় ঘণ্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন তিনি। এই সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও পারমাণবিক শক্তির নিয়ন্ত্রক। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যান, তখন তিনি ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দেশের সর্বময় ক্ষমতা দিয়ে যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার একটি নিয়মিত কলোনোস্কোপি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সে সময় প্রায় ৮৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের দায়িত্ব থাকে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে।

প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৯তম জন্মদিনের প্রাক্কালে এই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষার পর বাইডেনের চিকিৎসকরা এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং তার দায়িত্ব পালনে সক্ষম।

কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউজের ওয়েস্ট উইং থেকে কমলা হ্যারিস তার দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী এবং প্রথম দক্ষিণ-এশীয় আমেরিকান হিসেবে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, সাময়িকভাবে ক্ষমতার এই হস্তান্তর একেবারে নতুন নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানেই এই প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক বিব্রতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ২০০২ এবং ২০০৭ সালে একই রকম স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, সেই সময়েই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।’

জেন পাসাকি আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট (বাইডেন) যখন হোয়াইট হাউজে ফিরেছেন, তাকে হাস্যোজ্বল দেখা গেছে।’

জো বাইডেনের চিকিৎসক কেভিন ও'কনার বলেছেন, ‘প্রেসিডেন্ট পুরোপুরি সুস্থ, সবল, ৭৮ বছর বয়স্ক একজন পুরুষ, যিনি প্রেসিডেন্ট হিসেবে সব দায়িত্ব পালনে সক্ষম আছেন। কলোনোস্কোপিতে তার শরীরে বিপজ্জনক নয়, এমন একটি পলিপ শনাক্ত হয়েছিল, তা খুব সহজেই সরিয়ে ফেলা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!