• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ওমিক্রন নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বিজ্ঞানী গিলবার্ট


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৬, ২০২১, ০৪:১৩ পিএম
ওমিক্রন নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বিজ্ঞানী গিলবার্ট

ঢাকা : করোনাভাইরাসের  (কোভিড-১৯)নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে আতঙ্ক। এটি করোনার চেয়ে মারাত্মক মহামারী হতে পারে বলে জানিয়েছেন মধ্যেই অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা কোভিড টিকার অন্যতম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সারাহ গিলবার্ট। খবর বিবিসির।

সারাহ গিলবার্ট এ জন্য সর্তক করেছেন। ৪৪তম রিচার্ড ডিম্বলবাই বক্তৃতাকালে বলেন, মহামারি মোকাবেলায় আরো তহবিল দরকার। এও বলেন, এটির বিরুদ্ধে টিকার কার্যক্রর কম হতে পারে। এটির সর্ম্পকে বিস্তারিত না জানা পর্যন্ত জনগণকে সতর্ক থাকতে।

ব্রিটিশ আরো বিজ্ঞানী বলেন, ‘এটাই শেষবার নয় যে, কোনো ভাইরাস আমাদের জীবন এবং জীবিকাকে হুমকির মুখে ফেলবে। সত্যটা হলো, পরবর্তী মহামারি আরও খারাপ হতে পারে। এটি আরও সংক্রামক বা মারাত্মক বা উভয়ই হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি হতে দিতে পারি না, যেখানে আমরা যা করেছি তার মধ্য দিয়েই আবার যাই। তারপরও দেখা যায় যে, আমরা বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি। যার কারণে পরবর্তী মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখন পর্যাপ্ত কোনো তহবিল নেই।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!