• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নির্বিঘ্নে পরকীয়া করতে দুই বছরের কন্যাকে হত্যা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০২১, ০৫:০১ পিএম
নির্বিঘ্নে পরকীয়া করতে দুই বছরের কন্যাকে হত্যা

ঢাকা : পরকীয়া ‘নির্বিঘ্ন’ করতে নিজের দুই বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার উত্তরবাড় গ্রামে। গ্রেফতার দুজনকে রোববার (১২ ডিসেম্বর) মেদিনীপুর আদালতে তোলা হয়।

হত্যাকাণ্ডের শিকার শিশুটির নাম দীপ্তি জানা। তার মায়ের নাম পূজা জানা, বাবা দেবাশীষ জানা। আর পূজার পরকীয়া প্রেমিকের নাম দেবাশিস মন্ডল।

স্থানীয় সূত্র জানায়, দেবাশীষ জানা পেশায় রাজমিস্ত্রি। কাজের জন্য কয়েকদিন আগে তিনি আন্দামানে গিয়েছেন। তিনি ঘরে থাকতেই লুকোছাপা করে পরকীয়া প্রেমিক দেবাশিস মন্ডলের সঙ্গে যোগাযোগ রাখতেন পূজা। স্বামী আন্দামানে যাওয়ার পর প্রেমিকের সঙ্গে যোগাযোগ আরও বাড়িয়ে দেন তিনি। এই পরকীয়ায় মেয়ে দীপ্তিকে বাধা মনে করেই তাকে হত্যা করেন পূজা।

দীপ্তিকে হত্যার পর পূজা প্রথমে স্বজনদের জানান, বাড়ির সামনে লেপ রোদে দেওয়া ছিল। লেপের মধ্যে খেলার সময় দমবন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি প্রতিবেশীরা কেউ বিশ্বাস করতে পারেননি। তারা পূজার ওপর চাপ সৃষ্টি করলে বদলে যায় তার বয়ান। পরে পূজা দাবি করেন, দুধ পান করানোর সময় স্তনে কামড়ে দেওয়ায় যন্ত্রণায় রাগের বশে মেয়েকে বালিশচাপা দিয়েছেন। কিন্তু তিনি বুঝতে পারেননি শিশুটি মারা যাবে।

এতেও সন্দেহ থেকে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের তদন্তে বেরিয়ে আসে দেবাশিস মন্ডলের নাম। স্বামী দেবাশীষ জানা বাড়িতে থাকতেই দেবাশিস মন্ডল নামে ওই প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পূজা। পাচঁ দিন আগে স্বামী কর্মসূত্রে আন্দামান চলে যাওয়ার পর জমে ওঠে পুরনো প্রেম। ধারণা করা হচ্ছে, পরকীয়া নির্বিঘ্ন করতে প্রেমিকের সঙ্গে যোগসাজশে এই খুন করেন পূজা।

নালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!