• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রেললাইনে আছড়ে পড়লো প্লেন, যেভাবে বেঁচে গেলেন পাইলট


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১০, ২০২২, ০৪:০৪ পিএম
রেললাইনে আছড়ে পড়লো প্লেন, যেভাবে বেঁচে গেলেন পাইলট

ছবি: ইন্টারনেট

ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রেললাইনে একটি ট্রেনের ওপর আছড়ে পড়েছে একটি বিমান। এ ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন প্লেনের পাইলট। কারণ এটি আছড়ে পড়ার কয়েক সেকেন্ড পরেই লাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়। 

সোমবার (১০ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একটি ভিডিওতে দেখা গেছে, প্লেন থেকে কিছু কর্মকর্তা পাইলটকে বের করে নিয়ে আসছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, পাকোইমা থেকে উড্ডয়নের পরপরই এটি আছড়ে পড়ে। যখন কর্মকর্তারা পাইলটকে উদ্ধার করছিলেন তখন কয়েক ফুট দূরে ছিল একটি ট্রেন। উদ্ধারের কয়েক সেকেন্ড পরেই ট্রেনটি তাদের অতিক্রম করে।

ভিডিওটি শুট করেন ২১ বছর বয়সী মিউজিক কম্পোজার লুইস জিমেনেজ। তিনি বলেন, প্লেনটি সঠিকভাবে উড্ডয়ন করতে ব্যর্থ হলে এটি একটি রেললাইনে আছড়ে পড়ে। এ সময় প্লেনের কিছু ধ্বংসাবশেষ তার শরীরের আঘাত করে বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, আহত পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ট্রেনের কোনো যাত্রী এ ঘটনায় আহত হয়নি বলা জানা গেছে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ টুইটারে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। যাতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই পাইলটকে প্লেন থেকে বের করে নিয়ে আসছে। এদিকে উদ্ধারে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রশংসা করেছেন পুলিশ বিভাগ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!