• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:০৮ পিএম
ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ

ঢাকা : ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহরণের শিকার হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফিল্ড মিশন শেষে অ্যাডেনে ফেরার সময় অপহৃত হন তারা।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গেকিই জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘের ওই পাঁচ কর্মী ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান এলাকা থেকে অপহৃত হন। অপহৃত কর্মীদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে জাতিসংঘ।

এদিকে ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিক নিউজএক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি সন্ত্রাসীরা এই অপহরণের ঘটনার পেছনে রয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান চলছে। ২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের মার্চ থেকে অভিযান শুরু করে সৌদি জোট। ইয়েমেন সংঘাতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!