• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কিয়েভের পথে ৪০ মাইল দীর্ঘ কনভয় নিয়ে রুশ বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১, ২০২২, ০৯:৪৭ এএম
কিয়েভের পথে ৪০ মাইল দীর্ঘ কনভয় নিয়ে রুশ বাহিনী

ঢাকা : ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক গাড়ি বহর। কিয়েভের উত্তরাঞ্চলে ধারণ করা স্যাটেলাইট ছবিতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ এই বহর ধরা পড়েছে।

মার্কিন বেসরকারি কোম্পানি মাক্সার এই ছবি ধারণ করেছে।

এর আগে মাক্সার জানিয়েছিল, কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ১৭ মাইল (২৭ কিলোমিটার) দীর্ঘ রুশ সামরিক বহর। পরে কোম্পানিটি জানায় এটি ১৭ নয় ৪০ মাইল দীর্ঘ।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, কিয়েভের চারপাশে উত্তেজনা বিরাজ করছে। শত্রুরা সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বেলারুশের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।

তবে গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বেলারুশীয় সেনাদের চলাচলের কোনও নমুনা দেখেনি।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস রুশ সেনা কনভয়কে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কয়েকজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা কনভয়ের আকার দেখে খুবই উদ্বিগ্ন। সূত্র : ডেইলি স্টার

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!