• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পুতিনকে চড়া মূল্য দিতে হবে: মার্কিন প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২, ২০২২, ১২:৫২ পিএম
পুতিনকে চড়া মূল্য দিতে হবে: মার্কিন প্রেসিডেন্ট

ঢাকা : ইউক্রেনে চলমান সামরিক অভিযানে শেষপর্যন্ত জয়ী হলেও এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

বুধবার (২ মার্চ ) এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে। ইতিহাসে দেখা গেছে— আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেন, তা হলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবেন।

তিনি বলেন, কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।

ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে 'শক্তিশালী প্রাচীরের' মতো, যেটি কেউ ধারণা করেনি।

ছয় দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। তিনি ভেবেছিলেন, তার মতো করে এটা বাঁকা করতে পারবে। কিন্তু তার হিসাব ছিল পুরোপুরি ভুল। সূত্র: রয়টার্স

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!