• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই চীনকে হুঁশিয়ারি তাইওয়ানের


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১০, ২০২২, ১২:২৫ পিএম
রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই চীনকে হুঁশিয়ারি তাইওয়ানের

ছবি: ইন্টারনেট

ঢাকা : রাশিয়া যেভাবে ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে বেইজিংও যদি একই ধরনের কিছু করার চেষ্টা করে তবে এর জন্য চীন ও তাইওয়ান দুই দেশকেই তার জন্য চড়া মূল্য দিতে হবে বলে চীনকে সতর্ক করেছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং। 

তাইওয়ানিজ সংসদ অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে কী, যে কোনো যুদ্ধেই সবাইকেই ভুগতে হয়, যে জিতবে তাকেও। 

তিনি আরও বলেন, আমরা সব কিছু দেখছি আর সেভাবে পরিকল্পনা করছি। 

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই তাইওয়ান ইস্যুতে আলোচনা শুরু হয়েছে যে, তাদেরও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। 

তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করে, কিন্তু চীন তাদের দেখে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। তাইওয়ানকে চীনের মূলভূমির সাথে আবার যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেইজিং।

গেল সপ্তাহে তাইওয়ানের সোশ্যাল মিডিয়াতে ‘আজ ইউক্রেন, কাল তাইওয়ান’ কথাটি বেশ জনপ্রিয়তা পায়। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!