• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কিয়েভ থেকে সরে যাচ্ছে রুশ সেনারা


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৩, ২০২২, ০৪:২৯ পিএম
কিয়েভ থেকে সরে যাচ্ছে রুশ সেনারা

ঢাকা : ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরে যাচ্ছে রুশ সেনারা। রাজধানীর সম্পূর্ণ অংশের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইউক্রেন। গত দুই-তিনদিন ধরেই দেশটির প্রধান শহরগুলো থেকে ধীরেধীরে সরে যাচ্ছে রুশ সেনারা।

শনিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে কিয়েভ পুনর্দখলের ঘোষণা দেন দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী। প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণেও জানানো হয় কিয়েভ ও চেরনিহিভ দখলের কথা।

তবে মস্কোর সেনারা সরে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র। কিয়েভের শহরগুলোয় এখানে সেখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে মরদেহ। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিত্যক্ত সামরিক যান, ট্যাংক, শেলসহ নানা ধরনের অস্ত্র। বিধ্বস্ত শহরে পতাকা নিয়ে শহরজুড়ে টহল দিচ্ছে ইউক্রেনের সেনারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!