• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

এবার পুতিনকে ব্রিটেনে হামলার পরামর্শ


আন্তর্জাতিক ডেস্ক জুন ১, ২০২২, ১২:২০ পিএম
এবার পুতিনকে ব্রিটেনে হামলার পরামর্শ

ছবি: ইন্টারনেট

ঢাকা : রাশিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব ভ্লাদিমির সলোভিভ পরামর্শ দিয়ে বলেছেন, রাশিয়ার উচিত পরবর্তীতে যুক্তরাজ্য আক্রমণ করা। একই সঙ্গে মস্কোকে স্টোনহেঞ্জ দখলে নিতে দেখতে চান তিনি। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে পুতিনকে এমন পরামর্শ দিলেন সলোভিভ। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, সলোভিভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি 'পুতিনের কণ্ঠ' নামে পরিচিত।

সলোভিভ বলেন, রাশিয়া ব্রিটেন আক্রমণ করতে পারে এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসকে টার্গেট করতে পারে।

ইভিনিং উইথ ভ্লাদিমির সলোভিভ, রাশিয়া-১ অনুষ্ঠানে উপস্থাপক দাবি করেন, রাশিয়ার আক্রমণ ঐতিহাসিক ল্যান্ডমার্ক স্টোনহেঞ্জ পর্যন্ত প্রসারিত হতে পারে। স্টোনহেঞ্জ উইল্টশায়ারের সালিসবারি সমভূমিতে অবস্থিত।

রাশিয়া থামার আগে কতদূর যেতে ইচ্ছুক- ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ভাসিল ভাকারভের এ প্রশ্নের জবাবে সলোভিভ বলেন, 'বেশ, যখন আমাদের এগোতে হবে, তখন (যতটুকু প্রয়োজন) আমরা যাব।'

'আমরা কোথায় থামব? যেমনটা আমি আজ বলছিলাম, হয়তো স্টোনহেঞ্জ। লিজ ট্রাস বলেছেন যে তিনিই যুদ্ধ করছেন', সলোভিভের উদ্ধৃতি দিয়ে জানায় ইন্ডিপেন্ডেন্ট।

এছাড়া সলোভিভ দাবি করেন, ক্রেমলিন নেতার ইউক্রেনের রাজধানী কিয়েভ আক্রমণ করা উচিত। সূত্র : এনডিটিভি

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!