• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শোকে স্তব্ধ যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২২, ১১:১৬ এএম
শোকে স্তব্ধ যুক্তরাজ্য

রানির মৃত্যুতে বাকিংহাম প্রাসাদের বাইরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে একটি মেয়ে

ঢাকা : মাত্র ২৫ বছর বয়সে মুকুট মাথায় ওঠে রানি ২য় এলিজাবেথের। দীর্ঘ ৭০ বছর ধরে যুক্তরাজ্যের রানির দায়িত্ব সামাল দিয়েছেন তিনি। দীর্ঘ মেয়াদি এই রানির মৃত্যুতে যুক্তরাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ইতিমধ্যে যুক্তরাজ্যে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধাজ্ঞাপন, নিরবতা পালনসহ রয়েছে নানা আনুষ্ঠানিকতা।

রানির মৃত্যুতে যুক্তরাজ্যে শোক, শ্রদ্ধাঞ্জলি

রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছে বাকিংহাম প্যালেসের বাইরে। সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা দেখা যায় অনেককে।

রানির মৃত্যুর খবর আসার পর লন্ডনের বাকিংহাম প্রাসাদের বাইরে জড়ো হয় মানুষ

ধারণা করা হচ্ছে, শোকে স্তব্ধ যুক্তরাজ্যে ব্যাংক ছুটি ঘোষণা হতে পারে। স্কুলও বন্ধ থাকতে পারে। আদৌ স্কুল বন্ধ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর এবং নিয়োজিত প্রশাসন পরামর্শ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

লন্ডনে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাতে মোমবাতি নিয়ে শোকে মুহ্যমান এক ব্যক্তি।

ইতিমধ্যে ইংলিশ ফুটবল লিগ ও উত্তর আয়ারল্যান্ড ফুটবল লিগের ফুটবল ম্যাচসহ শুক্রবার নির্ধারিত ম্যাচ বাতিল করা হয়েছে। শুক্রবারের অন্যান্য খেলার ইভেন্টগুলোও বাতিল করা হয়েছে।

লন্ডনের বাকিংহাম প্রাসাদের গেট ফুলে ফুলে ভরে উঠেছে। সামনে দাঁড়িয়ে পাহারায় পুলিশ কর্মকর্তারা।

শুক্রবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। বাকি পাঁচ দিনের খেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এক মিনিটের নীরবতা পালন করে যুক্তরাজ্যজুড়ে থিয়েটার পারফরম্যান্স অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রানির মৃত্যুর খবর আসার পর মার্কারি মিউজিক প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করা হয়।

সারা বিকাল বৃষ্টির পর বাকিংহাম প্রাসাদের কাছে আকাশে রঙধনু ওঠে। আর তখনই রানির মৃত্যুর খবরে সেখানে জড়ো হতে শুরু করে মানুষ।

আগামী ১২ দিনের জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাতিল করেছে তাদের সব কমেডি শো।

মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়ন ঘোষণা জানিয়েছে, তাদের ১৫ ও ১৭ সেপ্টেম্বরের ঘোষিত ধর্মঘট রানির সম্মানার্থে বাতিল করা হবে। শুক্রবারের ধর্মঘটও বাতিল করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সেন্ট পলস ক্যাথেড্রালে রানির একটি স্মরণ সভা হবে। সেখানে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রীসহ অন্যান্য সিনিয়র মন্ত্রীরা। যেহেতু রানি স্কটল্যান্ডে মারা গেছেন, তার কফিনটি এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে থাকবে। কিছুদিন পর হয়তো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। এরপর কফিনটি লন্ডনে নিয়ে যাওয়া হবে, যেখানে ওয়েস্টমিনস্টার হলে চারদিন রাখা অবস্থায় শ্রদ্ধা জানানোর জন্য অনুমতি হতে পারে।

রানির মৃত্যুর খবরে লন্ডনে ইউরোপা লিগের একটি খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেন্ট পলস ক্যাথেড্রাল ও উইন্ডসর ক্যাসেলে রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টা বাজবে। তার জীবনের প্রতিটি বছরকে চিহ্নিত করতে ৯৬ বার বন্দুক স্যালুট করা হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!