• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২২, ০১:৩৪ পিএম
রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাইডেন বলেন, যখন এই শেষকৃত্য হবে তখন তিনি যোগ দেবেন। খবর সিবিএস নিউজের।

ওহাইওতে একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চেয়েছিলেন তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন কিনা? জবাবে তিনি বলেন, হ্যাঁ। আমি এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। তবে আমি যাব।

৭০ বছর ব্রিটিশ রাজ সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার বলেন, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার পরিচয় আছে। তবে রানির মৃত্যুর পর এখনো দুজনের মধ্যে কথা হয়নি।

এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ব্রিটিশ দূতাবাসে হাজির হন বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তারা সেখানে রানির মৃত্যুতে শোক জানাতে শোক বইয়ে সাক্ষর করেন।

দূতবাসে বাইডেন বলেন, আমরা আপনাদের সবার জন্য শোক প্রকাশ করছি। তিনি মহৎ এক নারী ছিলেন। আমি এই ভেবে আনন্দিত যে আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েক বার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা হয়েছিল বাইডেনের। ডেলাওয়ারের সিনেটর থাকা অবস্থায় প্রথমবার রানি দ্বিতীয় এলিজাবেথের সাক্ষাৎ পেয়েছিলেন বাইডেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!