• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

১১৯ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৯, ২০২৩, ১১:২৩ এএম
১১৯ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার রাশিয়ান চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ ১১৯ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

শনিবার (৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে নিষেধাজ্ঞা পাওয়াদের নাম উল্লেখ্য করেন। খবর তাসের।

অন্যদের মধ্যে অপেরা গায়ক আনা নেত্রেবকো, দার্শনিক আলেকজান্ডার ডুগিন, রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কিসেলিভ, আরটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান, রাষ্ট্রবিজ্ঞানী, গায়ক এবং অভিনেতাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তালিকায় ইউক্রেনের বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন।

নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে- ব্লক করা ব্যাংক অ্যাকাউন্ট, অর্থনৈতিক ও আর্থিক বাধ্যবাধকতা স্থগিত করা, সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা বন্ধ করা, ইউক্রেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা, ইউক্রেনের রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাহার এবং অন্যান্য। এই নিষেধাজ্ঞাগুলো ১০ বছরের জন্য কার্যকর থাকবে।

২০২২ সালের ডিসেম্বরে, জেলেনস্কি ক্যানোনিক ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের (ইউওসি) সাতজন ধর্মগুরুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তন করেছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!