• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নেপালে প্লেন বিধ্বস্ত: কেউ বেঁচে নেই


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৩, ১০:২৯ এএম
নেপালে প্লেন বিধ্বস্ত: কেউ বেঁচে নেই

ঢাকা: নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ওই প্লেন থেকে কোনো আরোহীকে জীবিত পাওয়া যায়নি বলে জানিয়েছে নেপালের সেনাবাহিনী।

গতকাল রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের দুই ইঞ্জিন বিশিষ্ট প্লেন এটিআর ৭২-৫০০ পোখরায় অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। আজ সোমবার নেপালের সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রাসাদ ভাণ্ডারি বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা কাউকে জীবিত উদ্ধার করিনি।’

পোখরার নতুন উদ্বোধন করা বিমানবন্দরে নামার সময় প্লেনটি একটি নদীখাতে বিধ্বস্ত হয়। এর সকল আরোহী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারাগামী অভ্যন্তরীণ রুটের ওই উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন রয়েছেন।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!