• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাশিয়ার কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১২:৩৭ পিএম
রাশিয়ার কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা, ছবি: ইন্টারনেট

ঢাকা : রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিককে গুপ্তচর পাঠানোর চেষ্টার অভিযোগে নেদারল্যান্ডস ছাড়তে বলা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, মস্কো কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গুপ্তচর আনার চেষ্টা করছে। এমন অভিযোগে কিছু রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন কূটনীতিককে দেশ ছাড়তে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি ডাচ সরকার।

এ ছাড়া রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত নেদারল্যান্ডস কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে নেদারল্যান্ডস।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু পর নেদারল্যান্ডস সরকারের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক বিরোধ শুরু হয়। ওই সময় ১৭ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে নেদারল্যান্ডস। পাল্টা জবাবে নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!