• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় হাজার হাজার মানুষ ঘর ছাড়া


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৫, ২০২৩, ০২:৪৬ পিএম
মালয়েশিয়ায় হাজার হাজার মানুষ ঘর ছাড়া

ঢাকা : মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়। এতে প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়া বন্যার কারণে গত সপ্তাহে কমপক্ষে চার জন মারা গেছে।

শনিবার (৫ মার্চ) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জোহরের বাতু পাহাত জেলার ইয়ং পেং শহরের বাসিন্দা ৫৭ বছর বয়সী মোহাম্মদ নূর সাদ  বলেছেন, আমরা নভেম্বর এবং ডিসেম্বরে বর্ষার মৌসুমের জন্য সবসময় প্রস্তুতি নিতাম। প্রতিটি পরিবারের একটি নৌকা রয়েছে। কিন্তু এখন অসময়োচিত আবহাওয়ার কারণে আমরা প্রস্তুত নই এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য দুই শতাধিক আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!