ঢাকা : সৌদি আরবে ভ্রমণের জন্য আসা ওমরাহ যাত্রীদের বিপুল পরিমাণ নগদ অর্থ আনতে নিষেধ করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি এক টুইট বার্তায় এ পরামর্শ দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
শনিবার (০১ এপ্রিল) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, সৌদি কর্তৃপক্ষ মুসল্লিদের মূল্যবান স্বর্ণ, রত্ন এবং মেটাল না আনতে বলেছে। পরামর্শ দিয়েছে সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল (১৬ হাজার ডলার) পর্যন্ত বহন করতে।
এছাড়াও আহ্বান জানানো হয়েছে দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে। এড়িয়ে যেতে বলা হয়েছে অচেনা কারো সঙ্গে অর্থ লেনদেন, বার্তায় সাড়া দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা।
এর আগে মার্চের শুরুতে মুসল্লিদের পবিত্র রমজান মাসে শুধু একবার ওমরাহ করার আহ্বান জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। ভিড় কমানো ও মুসল্লিদের যাত্রা নির্বিঘ্ন এবং সহজ করতেই এমন আহ্বান জানানো হয়।
সোনালীনিউজ/এমটিআই