• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাবুল বিমানবন্দরে হামলার হোতা আইএস নেতা নিহত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৬, ২০২৩, ১০:১১ এএম
কাবুল বিমানবন্দরে হামলার হোতা আইএস নেতা নিহত

ঢাকা : ২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার হোতা হিসাবে ইসলামিক স্টেটের (আইএস) যে নেতাকে দায়ী বলে মনে করা হয় তাকে হত্যা করেছে তালেবান। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।

২০২১ সালের অগাস্টে আফগানিস্তানের ক্ষমতা নতুন করে দখল করা তালেবানের শাসন থেকে বাঁচতে আফগানরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ মার্কিন সেনা নিহত হয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসি’র মার্কিন নিউজ পার্টনার সিবিএস নিউজকে বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতার মৃত্যু হয়েছে কয়েক সপ্তাহ আগেই। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সময় লেগেছে।

নেতার নাম প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, আইএস এর সেই নেতা মারা গেছেন।

যদিও বোমা হামলার জন্য এই নেতা দায়ী, সেটি কিভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।

ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজ-কে বলেছেন, “সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে খুবই আস্থাশীল যে, এই ব্যক্তিই আদতে বোমা হামলার জন্য মূল দায়ী ব্যক্তি।”

দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএস এর এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাকে নিশানা করে হত্যা করেছে নাকি আইএস এবং তালেবানের লড়াইয়ের মধ্যে পড়ে এই নেতা নিহত হয়েছেন তা স্পষ্ট জানা যায়নি।

সোমবার যুক্তরাষ্ট্র বোমা হামলায় নিহত সেনাদের পরিবারকে আইএস নেতার মৃত্যুর খবর জানাতে শুরু করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!