• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
জাতিসংঘের মহাসচিব

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ হচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক মে ৩, ২০২৩, ১২:৪৮ পিএম
বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ হচ্ছে

ঢাকা : সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি, তাই বিশ্বজুড়ে সাংবাদিকদের টার্গেট করা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিশ্বের প্রতিটি কোণে সংবাদপত্রের স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে বলেও জানান তিনি।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার এক বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

মঙ্গলবার (২ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘ মহাসচিবের ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব আরো বলেন, সাংবাদিকেরা প্রতিনিয়ত হয়রানি, ভয়ভীতি, আটক ও কারারুদ্ধ হচ্ছেন। তিনি বিশ্বকে এক সুরে কথা বলার আহ্বান জানান। আন্তোনিও গুতেরেস বলেন, ‘হুমকি ও হামলা বন্ধ করুন। সাংবাদিকদের তাঁদের কাজের জন্য আটক ও কারারুদ্ধ করা বন্ধ করুন।

সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের সাথে একাত্ম প্রকাশ করেন ইউনেস্কোর প্রধান অড্রে আজৌল। বিশ্বজুড়ে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ে পেশাদার, মুক্ত, স্বাধীন সাংবাদিকতা অনেক বেশি প্রয়োজন বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!