• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবির’ হানা


আন্তর্জাতিক ডেস্ক মে ২৭, ২০২৩, ০২:০৬ পিএম
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবির’ হানা

ঢাকা : চীনে আবারও উদ্বেগ সৃষ্টি করছে করোনা। ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় টিকাদান আরও বাড়ানোর কথা ভাবছে চীন প্রশাসন। করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত জুন মাসে শীর্ষে পৌঁছাতে পারে এবং সপ্তাহে সাড়ে ৬ কোটি করে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নতুন ‌‘এক্সবিবি’ ভ্যারিয়েন্টের কারণে এই উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর চীন ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্টটি ইমিউন সিস্টেমকে দমন করছে বলে মনে করা হচ্ছে।

গত শীতে চীন কঠোর জিরো-কোভিড নীতি পরিত্যাগ করার পর নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সবচেয়ে বড় তরঙ্গ হতে পারে। যদিও চীনের সরকারী সূত্র দাবি করছে, সাম্প্রতিক উত্থান সেই অর্থে মারাত্মক হবে না।

তবে, দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় বয়স্কদের মৃত্যু ঠেকাতে টিকাদান কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও অ্যান্টিভাইরাস সরবরাহ করা প্রয়োজন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!