ঢাকা : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘদিনের প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই আক্রমণ কি পর্যায়ে রয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
স্থানীয় সময় শনিবার (১০ জুন) ইউক্রেনের রাজধানী কিয়েভে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
জেলেনস্কি বলেন, 'একইসঙ্গে পাল্টা আক্রমণ চালানো হচ্ছে এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।' এ সময় ইউক্রেনের শীর্ষস্থানীয় পাঁচজন সামরিক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, “আমি প্রতিদিন আমাদের বিভিন্ন দিকের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছি। সবাই ইতিবাচক। এটি পুতিনের কাছে পৌঁছে দিন।“
ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, তাদের বাহিনী বাখমুত এবং মারিংকার চারপাশে শত্রুদের আক্রমণ প্রতিহত করেছে। তবে রাশিয়ান বাহিনীর দাবি এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন এবং তা গোপন করার চেষ্টা করছে দেশটি।
অন্যদিকে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে স্পষ্ট করে জানান, যে যুদ্ধক্ষেত্রের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত সামরিক বাহিনী কোনো বিবৃতি দেবে না।
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ৪৮ ঘণ্টায় ইউক্রেন পূর্ব এবং দক্ষিণ অংশে ভাল অগ্রগতি করেছে এবং রাশিয়ান প্রতিরক্ষার প্রথম লাইনে প্রবেশ করেছে।
গত কয়েকদিন ধরে রাশিয়া দাবি করে আসছে, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না। অবশেষে শনিবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করলেন জেলেনস্কি।
সোনালীনিউজ/এমটিআই