• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পাল্টা আক্রমণে ১০ গুণ বেশি ক্ষতিগ্রস্থ ইউক্রেন: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৪, ২০২৩, ১২:৪০ পিএম
পাল্টা আক্রমণে ১০ গুণ বেশি ক্ষতিগ্রস্থ ইউক্রেন: পুতিন

ঢাকা : ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে, তাদের এই আক্রমণের কারণে মস্কোর তুলনায় কিয়েভ ১০ গুণ বেশি ক্ষতিগ্রস্ত বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার রাতের ক্রেমলিনে রাশিয়ার সাংবাদিক ও সামরিক ব্লগারদের সাথে এক বৈঠকে এ দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, পাল্টা আক্রমণে তাদের সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

বৈঠকে পুতিন জানান, সাম্প্রতিক দিনগুলিতে ভারী যুদ্ধে ইউক্রেনের ১৬০টি ট্যাংক এবং ৩৬০ টিরও বেশি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। কিন্তু কিয়েভের পাল্টা আক্রমণের পর থেকে রাশিয়ার মাত্র ৫৪টি ট্যাংক ধ্বংস হয়েছে। যদিও তার দাবিগুলি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি। কিন্তু এ আলোচনার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।

পশ্চিমারা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে চাইছে পুনরায় এমন অভিযোগ করেন পুতিন। তিনি বলেন, দেশের জন্য মস্কোর নিজস্ব শান্তি পরিকল্পনা আাছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!