• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৪, ২০২৩, ০৪:০০ পিএম
গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

ঢাকা : গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) ভোরে দেশটির পেলোপনেসাস উপকূলে এ ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ ঘটনায় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাইপোথার্মিয়ার লক্ষণ থাকায় তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে আইওনিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী। এছাড়াও বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নিচ্ছে। ইতালিগামী নৌকাটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে রওনা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল অর্গনাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ২০২২ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাগর ও স্থলপথ দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় তিন হাজার ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ২০১৭ সালের পর ওই রুটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড এটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!