• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সিকিমে ভারী বর্ষণ-বন্যা, ২৩ বাংলাদেশিসহ আটকা ২০০০ পর্যটক


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৭, ২০২৩, ০২:২২ পিএম
সিকিমে ভারী বর্ষণ-বন্যা, ২৩ বাংলাদেশিসহ আটকা ২০০০ পর্যটক

ঢাকা : ভারী বৃষ্টি ও প্রবল বন্যার জেরে বৃহস্পতিবার থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমে। ভারী বৃষ্টির জেরে বিভিন্ন রাস্তায় ধসের কারণে প্রায় দুই হাজারের বেশি পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সিকিমের প্রশাসন জানিয়েছেন, বর্তমানে রাস্তায় ধসের কারণে উত্তর সিকিমের মনগন থেকে চুনথান পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটকরা আটকে রয়েছে রাস্তাতেই।

এনডিটিভি জানায়, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরবাইক আটকা পড়েছে। এ ছাড়া লাচেন এবং লাচুং এলাকায় আটকা পড়েছেন প্রায় ১৯৭৫ জন ভারতীয় পর্যটক এবং ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাধারণত গ্রীষ্মকালে গরমের তাপ এড়াতে পর্যটকদের কাছে অন্যতম প্রিয় জায়গা সিকিম। তাই স্বাভাবিকভাবেই বাঙ্গালিসহ বিদেশি পর্যটকরা ভিড় করছিলেন সেখানে।

বৃষ্টি থামলেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে এবং পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!