ঢাকা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো সবসময় ইউক্রেনের হামলার সামরিক প্রতিক্রিয়া জানায়। তবে খুব কমই তারা প্রতিশোধকে ব্রেকিং নিউজ হিসাবে উপস্থাপন করে।
শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) সাইডলাইনে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি বলেন, আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্ভুল দূরপাল্লার অস্ত্র দিয়ে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করি এবং সফল হই। অস্ত্রের ডিপো, গুদামঘর এবং কর্মীদের ব্যারাক ও বিদেশি ভাড়াটে সৈন্যদের ধ্বংস করা দেখার জন্য এটি যথেষ্ট।
পুতিন বলেন, কিয়েভকে বুঝতে হবে আমাদের ভূখণ্ডে ক্রমাগত আক্রমণ অব্যাহত থাকলে মস্কো ইউক্রেনে একটি ‘স্যানিটারি কর্ডন’ তৈরি করার কথা বিবেচনা করবে। তাদের বুঝতে হবে তারা কোন দিকে যাচ্ছে।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম রাশিয়ার বৃহত্তম বার্ষিক অর্থনৈতিক ও ব্যবসায়িক ইভেন্ট, যা আজ শেষ হতে চলেছে। সূত্র: তাস
সোনালীনিউজ/এমটিআই