• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গ্রিস উপকূলে নৌকাডুবে নিহত ৩ শতাধিক পাকিস্তানি 


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৯, ২০২৩, ০৪:২২ পিএম
গ্রিস উপকূলে নৌকাডুবে নিহত ৩ শতাধিক পাকিস্তানি 

ঢাকা: গ্রিস উপকূলে সম্প্রতি অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে তিন শতাধিক পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় সাড়ে সাতশ নারী, পুরুষ ও শিশু নিয়ে গেল সপ্তাহে নৌকাটি ডুবে যায়।খবর সিএনএন।

পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সাঞ্জরানি রোববার এক বিবৃতিতে এই প্রাণহানির সংখ্যা প্রকাশ করেন। প্রাণ হারানো নাগরিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

সাদিক সাঞ্জরানি বলেন, আমাদের জন্য আমাদের দোয়া রয়েছে। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। অবৈধ মানবপাচারের মতো ঘৃণ্য কাজের নিন্দা জানান তিনি।

গ্রিক কর্তৃপক্ষ অবশ্য প্রাণহানির শিকার পাকিস্তানি নাগরিকদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

অপেক্ষাকৃত ভালো ভবিষ্যতের জন্য বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে যেতে দেখা যায় অনেক পাকিস্তানিকেই। প্রাণহানির শিকার পাকিস্তানি নাগরিকদের জন্য সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

রোববার এক টুইটে তিনি এই ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!